২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নানা কর্মসূচি ঝালকাঠির ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, কারাগারে চালক পটুয়াখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশালে রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে উত্তাপ মঠবাড়িয়ার অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব : অপহরণকারী যুবক গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমতলীতে ১৩৮টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ পায়রা নদীর ভাঙ্গন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন কলাপাড়ায় জেলেদের চাল নিয়ে ইউপি মেম্বারদের চালবাজি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশকে ঘুস দিতে গিয়ে বিপাকে অটোচালক, ভিডিও ভাইরাল

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুতে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক :: ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী-১ বরিশাল রূপাতলীর পাওয়ার হাউজে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ঘটনার সময় পাওয়ার হাউজে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, তদন্ত কমিটি কেন্দ্র থেকে গঠন করে দেওয়া হয়েছে। ওজোপাডিকো কেন্দ্রীয় দপ্তরের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোমিনুল হক ও নির্বাহী প্রকৌশলী দেবাশীষ পালকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

দুর্ঘটনার কারণ, কার গাফেলতি ছিল, কিভাবে দুর্ঘটনা ঘটলো, ক্ষয়ক্ষতির পরিমাণ কি ইত্যাদি নির্ধারণের জন্য এই কমিটি কাজ করবে।

তদন্ত কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওজোপাডিকো-১ এর দায়িত্বশীল কর্মকর্তারা।

প্রসঙ্গত, পাওয়ার হাউস চত্বরে মই বেয়ে খুঁটিতে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল (২৮)। মেরামত শেষ না হতেই বিদ্যুতের লাইনে সংযোগ দিয়ে দেন এক সহকর্মী। এতে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত ফয়সাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে। থাকতেন নগরীর আমানতগঞ্জ এলাকায়। নিহত ফয়সালের ৮ বছরের একটি সন্তান রয়েছে। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবার থেকে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ