রূপালী ডেস্ক।।
‘ভিক্ষাবৃত্তিকে না বলুন’ এই স্লোগান নিয়ে ৪ জন ভবঘুরে নারী ও পুরুষ ভিক্ষুককে মুদি দোকানের মালামাল ও কাপড় ব্যবসার উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১ টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে ও সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় এ সব উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডঃ নাসির উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ইকবাল, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
৪ জন ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ২ জন নারী ও ২ জন পুরুষ। তাদের মধ্যে ৩ জন শারীরিক প্রতিবন্ধী।