বরিশাল বাণী: মাদক সেবনের সময় হাতেনাতে আটক হওয়া রিগান খানকে (২৭) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রিগান জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার নান্নু খানের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাঁজা সেবনরত অবস্থায় রিগানকে আটক করা হয়।
পরে ওইদিন রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক রিগানকে ২১ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আলাদত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।