২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালে মাদক ব্যবসায়ী হাজতীর মৃত্যু নিয়ে তুলকালাম কান্ড !

বরিশাল বাণী: বরিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসারত অবস্থায় রেজাউল করিম নামের এক মাদক ব্যবসায়ী হাজতীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নগরীতে ঘটে চলেছে তুলকালাম কান্ড। সড়ক অবরোধ, বিক্ষোভ, এসআই এর বাসায় হামলা সহ ঘটছে নানা তান্ডব। পুলিশের নির্যাতনের অভিযোগ তুলে এসব বিক্ষোভ করছে একদল লোক।

গত ৩০ ডিসেম্বর রাতে বরিশাল নগরীর সাগরদী থেকে গাঁজা ও নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দীন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হলে অসুস্থ্য অবস্থায় শনিবার সন্ধ্যার পর তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

শ‌নিবার (২ জানুয়ারি) দিবাগত রা‌ত ১২টা ৫ মি‌নি‌টে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মৃত্যু হয় তার। নিহত রেজাউল ক‌রিম রেজা ব‌রিশাল নগরীর ২৪ নম্বর ওয়া‌র্ডের হা‌মিদ খান সড়‌কের বা‌সিন্দা ও ব্যবসায়ী ইউনুছ মুন্সীর ছে‌লে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ