রাসেল কবির: বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাদামাখা গ্রামের নান্নু প্যাদার কন্যা বরিশাল ব্রোজ মোহন কলেজের অনার্স পড়–য়া তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাত মিম। পার্শ্ববর্তী কলাতলা গ্রামের পলাশ হাং র্দীঘ দিন যাবৎ উক্তত্য করে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজ পড়–য়া শিক্ষার্থীর মা সুলতানা পারভিন জানায়, গত বুধবার সকাল ১১.৩০ মিনিটে বাড়ির পাশেই ব্রিজের উপর গেলে পলাশ হাং আমার মেয়ের ওড়না টেনে নিয়ে যায়। মেয়ে চিৎকার করলে বাড়ি থেকে আমি ও আমার স্বামী ,ছেলে নাহিদ দৌড়ে রাস্তায় এসে দেখি পলাশ হাং কে এবং সামনে ৭/৮ জন লোক। মেয়ে বলে আমার ওড়না নিয়ে গেছে মেয়ের বাবা জিঞ্জাসা করলে গালমন্দ সহ মারধর করে পলাশ হং। কিছু ক্ষন পর পলাশ হাং বড় ভাই আমির হোসেন সহ তাদের পরিবারের লোক জনেরা এসে পূর্নরায় মারধরের ঘটনা ঘটনায়। এ বিষয় নান্নু প্যাদা অভিযোগ তুলে বলেন প্রায় ১ বছর পূর্বে আমার মেয়েকে প্রায় সময় উক্তত্য করে তার প্রতিবাদ করতে যায় ছেলে নাহিদ তার ডান হাত ভেঙ্গে দেয় পলাশ হাং। এ নিয়ে শালিস স্থাণীয় ফরিদ মেম্বার, শাহআলম মাতুব্বর, কাউয়ুম চারু বৈঠকে বসার কথা বলে আজ কাল বলে শালিস করেনী ও বলে জানায়। ঘটনা স্থলে গত বৃহস্পতিবার কাজীরহাট থানা এস আই ফরিদ গিয়েছিল ও জানাগেছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন আইনী ব্যবস্থা হয়নী।
