২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

বরিশালে যথাযথ মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শামীম আহমেদ :: বরিশালে যথাযথ মর্যদায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে নগরীর শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বরিশাল সিটি মেয়র, বিসিসি কাউন্সিলর, জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের অঙ্গ সংগঠন।

সকাল থেকে ঘন কুয়াশার আচ্ছন্ন ভেদ করে নগরীর জেলা প্রশাসন সড়কে অবস্থিত শহীদ মুক্তিযুদ্ধা নামফলক স্তম্ভে মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরনে প্রতি গভীর শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়রের পক্ষে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনাসহ বিভিন্ন কাউন্সিল ও বিসিসি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এরপরেই শ্রদ্ধা নিবেন করে বরিশাল আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি এ্যাড. আফজাল হোসেন, সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টুসহ মহানগরের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বরিশাল মহানগর বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করে ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনয়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন, বীর মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদসহ দলীয় বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা।

এছাড়া বিসিসি ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ