রাসেল কবির: বরিশালের কাজীরহাট এলাকায় রাতে বসত ঘরে সিদ কেটে চুরি এবং সকালে নদীতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূএে জানাগেছে, বিদ্যানন্দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমাধবরায় গ্রামের মৃত্যু মালেক হাওলাদারের বসত ঘরে গত মঙ্গলবার গভীর রাতে ঘরে সিদ কেটে নগদ ৪৭ হাজার টাকা ৩ ভরি স্বর্ন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মালেক হাং”র মেয়ে জর্ডান প্রবাসী মোসাঃ জিয়াসমিন জানায়, রাত ৩ ঘটিকার সময় চোর আমার গলায় র্স্বনের চেইন ছিড়ে নেওয়ার সময় আমার ঘুম ভেঙ্গে যায়। তাৎক্ষনিক চোর ঘরের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়। উঠে দেখি ঘরের সিদ কাটা ষ্ট্রিলের সুকেসের ড্রয়ার নেই। ড্রয়ারে রাখা র্স্বনের কানের ঝুমকা, রুলি, দুল ও চেইন সহ ৪৭ হাজার টাকা নিয়ে গেছে। সকালে দেখি রাস্তার পাশে কাচায় ড্রয়ারটি ফেলে রেখে গেছে।
৭ জুলাই হিজলা উপজেলা থেকে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসা পথি মধ্যে কাজীরহাট থানা আওতাধীন ভাষানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগড়ঝা সংলগ্ন কালাবদর নদীতে সকাল ৭.৪৫ মিনিটে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানাগেছে। ট্রলার মালিক আলতাফ হোসেন বেপারীর ছেলে জুয়েল বেপারী জানায়, সকাল ৬.১৫ মিনিটে হিজলা থেকে ট্রলার ছেড়ে ব্যবসায়ীদের মালামাল ক্রয় করার জন্য বরিশাল যাবার পথিমধ্যে বাগড়ঝা গেলে পাতাবন ছোট খাল থেকে ট্রলার এসে আমার ট্রলারের সঙ্গে বেধে ট্রলারে উঠে। ৮/৯ জনের ডাকাত দল সকলের মুখ কাপড় দিয়ে বাধা ছিল। আমার ট্রলারে ছিল হিজলা এলাকার মেম্বার ইসমাইল, সোহাগ, মাইদুল, জাহাঙ্গির, রুবেল সহ ৭/৮ জন কে বেধম মারপিট করে অবশেষে ডাকাত দল জানতে চায় টাকা কোথায় অবশেষে বেদম পারপিট খেয়ে বলে ট্রলারের পাটাতনের ভিতরে টাকা। ডাকাত দল মোট ২০ লক্ষ টাকা নিয়েগেছে বলে ট্রলার মালিক ও ট্রলারের লোকজন জানায়। ট্রলারের লোকজন কাজীরহাট থানায়ও এসেছে বলে জানাগেছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নী। তবে ভূক্তভোগীরা আইনী আশ্রয়ের জন্য দৌড়ঝাপ করতে দেখা গেলেও পুলিশ বিপাকে। সূএে জানাগেছে, মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ও কাজীরহাট থানা পুলিশ নির্নয় করবে ঘটনা স্থল কোন থানা। অপরদিকে নৌ-পুলিশ বিষয়টি কি করবে এ নিয়ে ও প্রশ্ন সচেতন মহলদের।
