নিজস্ব প্রতিবেদক– এবার শীতের শুরুতে বরিশালে নগরীর নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরন শুরু করেছে বিএনপি নেতা এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব। এ পর্যন্ত প্রায় ২শত’র বেশি অসহায় মানুষের মাঝে উন্নতমানের মোটা কম্বল বিতরন করেন। নগরীর গুরুত্বপূর্ন সড়ক টাউন হল, কাউনিয়া, সাগরদী, চৌমাথা, নবগ্রাম রোড, নতুল্লাবাদ বিসিক রোড, পশ্চিম কাউনিয়া সহ নগরীর বিভিন্ন এলাকায় রিক্সা চালক, পথশিশু, ভ্যানচালক, ভিক্ষুক সহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল গুলো বিতরন করা হয়।
হিউমিনিটি ভলান্টিয়ার্স এর ব্যানারে কম্বল বিতরনে সার্বক্ষনিক সহায়তায় অংশ নেন ভলান্টিয়ার্সরা। এর আগে করোনাকালীন সময়ে মার্চের শুরু থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে প্রশংসিত হন বরিশাল জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব। প্রায় ৭ হাজার পরিবারের মাঝে চাল,ডাল সহ ১২ টি নিত্যপ্রয়োজনীয় খাদ্র সামগ্রী বিতরন করেন।
শীতের শুরুতে অসহায় কর্মী ও খেটে খাওয়া মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরন করে আবারও প্রশংসায় ভাসছেন এই নেতা। একান্ত সাক্ষাতকালে বিএনপি নেতা পারভেজ আকন বিপ্লব বরিশাল বাণীকে জানান, করোনাকালীন সময় দলমত নির্বিশেষে অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরন করেছি। ৭ হাজারেরও বেশি পরিবারের মাঝে খাবার বিতরন করা হয়। এছাড়া প্রশাসন কর্তৃক লগডাউন দেয়া করোনা পজেটিভ ৩৫০ টিরও বেশী পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা দিয়েছি। বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিৎসা সহযোগিতা দিচ্ছি। প্রয়োজনীয় ওষুধ সেবা, অক্সিজেন সাপোর্ট দিচ্ছি। তিনি আরো বলেন, বরিশালে যত অক্সিজেন সাপোর্ট দরকার হবে তা আমরা সরবরাহ করতে প্রস্তুত রয়েছি। আল্লাহর রহমতে এই শীতে অসহায়দের মাঝে মাসব্যাপী কম্বল বিতরন সহ শীত নিবারণের পোষাকও বিতরন করা হবে বলে তিনি জানান।