নিজস্ব প্রতিবেদক– শীতের শুরুতে বরিশালে নগরীর নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরন শুরু করেছে বিএনপি নেতা পারভেজ আকন বিপ্লব। এ পর্যন্ত প্রায় ২শ বেশি অসহায় মানুষের মাঝে উন্নতমানে কম্বল বিতরন করেন। নগরীর গুরুত্বপূর্ন সড়ক টাউন হল, কাউনিয়া, সাগরদী, সহ নগরীর বিভিন্ন এলাকায় রিক্সা চালক, পথশিশু, ভ্যানচালক, ভিক্ষুক সহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল গুলো বিতরন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ব্যানারে কম্বল বিতরনে সার্বক্ষনিক সহায়তায় অংশ নেন ভলান্টিয়ার্সরা। এর আগে করোনাকালীন সময়ে মার্চের শুরু থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে প্রশংসিত হন বরিশাল জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব। প্রায় ৩ হাজার পরিবারের মাঝে চাল,ডাল নিত্যপ্রয়োজনীয় খাদ্র সামগ্রী বিতরন করেন। শীতের শুরুতে অসহায় কর্মী ও খেটেখাওয়া মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরন করে আবারও প্রশংসায় ভাষছেন এই নেতা। একান্ত সাক্ষাতকালে বিএনপি নেতা পারভেজ আকন বিপ্লব বরিশাল বাণীকে জানান, করোনাকালীন সময় দলমত নির্বিশেষে অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরন করেছি। প্রায় ৩ হাজারের বেশি পরিবারের মাঝে খাবার বিতরন করা হয়। এছাড়া করোনা রোগীদের প্রয়োজনীয় ওষুধসহ অক্সিজেনের সার্বক্ষনিক সেবা দিয়েছি। আল্লাহর রহমতে আগামী দিনে অসহায় মানুষদেও পাশে থেকে সেবা করে যাবে। মাসব্যাপী কম্বল বিতরন সহ শীতনিবারনের পোষাকও বিতরন করা হবে বলে তিনি জানান।
