রাসেল কবির:
বরিশালে কাজীরহাট থানাধীন ১ নং আন্ধারমানিক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামের জাফর সরদারের সবজি বাগানে গাঁজা চাষ। কাজীরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ৬ জুলাই রোজ মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে জাফর সরদারের বাড়ির দক্ষিন পাশে সবজি বাগানে গাঁজা চাষ দেখে পুলিশ জাফর সরদারকে আটক করে থানায় নিয়ে আসে।
জাফর সরদার জানায়, আমি হয়রত আলীর নিকট হতে জমি লিজ নিয়ে সবজি বাগান করিয়াছি পাশাপাশি গাঁজা চাষ করিয়াছি।
থানা সূএে জানাগেছে, কাজীরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এস আই সুশান্ত, এস আই ইউসুফ আন্ধারমানিক জাফর সরদারের সবজি বাগানে গিয়ে গাঁজা গাছ দেখতে পেয়ে গাছ উদ্ধার করে জাফর সরদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে গাছ সহ। গাছটি লম্বা সাড়ে ৮ ফুট ওজন ৩ কেজি । এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
