নিজস্ব প্রতিবেদক :: জমিজমা বিরোধের জের ধরে বরিশাল নগরীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এমনকি ভুক্তভোগী পরিবারের বসতঘরে ঢুকে ভাংচুর চালানোরও অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে বাংলাবাজার সংলগ্ন খালেদাবাদ কলোনীতে এ ঘটনা ঘটে। এসময় আহত নিলুফা বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু নিলুফা বেগমের স্বামী লিটনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলায় আহত লিটন বলেন,‘ জমিজমা বিরোধের জের ধরে একই এলাকার বাসিন্দা নজরুল, কাদের, মমতাজ, রেকসনা ও সুখী আমাকে ও আমার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আমার বসতঘরে ঢুকে চেয়ার,শোকেজ আলমিরা ও জানালা ভাংচুর করে প্রতিপক্ষ।
এদিকে হামলা ও ভাংচুরের ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার এসআই নিজাম জানান,‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’