১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ২৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বরিশালে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক না পরায় ২৮ জন ব্যক্তিকে ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর নথুল্লাবাদ, চৌমাথা, কাশীপুর এলাকায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ও আরাফাত হোসেন।

জানা গেছে- মাস্ক না পরে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ২৮ জন ব্যক্তিকে ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃঙখলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিম সার্বিক সহযোগিতা করে।

অভিযানকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও নিরাপদ শারীরিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কেউ যাতে কোনো ধরনের সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রচারপত্র ‘নো-মাস্ক নো-সার্ভিস’ সংম্বলিত ফেস্টুন এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ এবং ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, জনগণকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ