বাণী ডেস্ক।।
স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার চারটি ইউনিটে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম এবং বরিশাল জেলার নেতাদের যৌথ সভায় বরিশাল জেলার চারটি ইউনিটে কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক এসব কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।
বরিশাল জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ
১. বরিশাল সদর উপজেলা
আহ্বায়ক: মিজানুর রহমান বাপ্পি, সদস্য সচিব: শামসুল কবির ফরহাদ। যুগ্ম আহ্বায়ক- ১. নাইমুল হাসান প্রিন্স ২. বিল্লাল হোসেন হাওলাদার ৩. আবু নেসার গাজী জাফর ৪. মাহমুদ শিকদার তামিম ৫. মো. আল আমিন অপু ৬. হানিফ হাওলাদার রিয়াজ ৭. শামীম গাজী ৮. আবুল খায়ের জলিল ৯. সাদ্দাম হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২. মুলাদি উপজেলা
আহ্বায়ক: রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব: মো. আবু জাহিদ মোল্লা। যুগ্ম আহ্বায়ক- ১. মো. নজরুল ইসলাম হাওলাদার ২. মিঠু আহমেদ ৩. তরিকুল ইসলাম তারেক ৪. কাজী সাহাবুদ্দিন সাবু ৫. মো. লেলিন সরদার ৬. জসিম উদ্দিন তালুকদার ৭. শিহাব আহমেদ ইব্রাহীম ৮. মো. মনিরুজ্জামান ৯. অ্যাড. মোজাম্মেল হকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩. মুলাদি পৌর
আহ্বায়ক: মো. আফজাল হোসেন, সদস্য সচিব: মো. সাইদুর রহমান। যুগ্ম আহ্বায়ক- ১. ইউনুছ হাওলাদার ২. মিরাজ হোসেন ৩. সেন্টু হাওলাদার ৪. ইব্রাহিম বেপারী ৫. শাহজালাল খাঁন ৬. রাসেল হাওলাদার ৭. শওকত হোনের ঢালী ৮. মারুফ হোসেন শাওন ৯. রাকিব হাওলাদারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪. উজিরপুর পৌর
আহ্বায়ক: মো. মিলন হাওলাদার, সদস্য সচিব: মো. জুম্মন শিকদার মোতালেব। যুগ্ম আহ্বায়ক- ১. মো. মেহেদী হাসান ভূইয়া ২. মো. বায়জিদ মিঠু ৩. তরিকুজ্জামান ফকির ৪. বখতিয়ার হোসেন বুলবুল আহম্মেদ ৫. জিয়াউর রহমান জিয়া ৬. ফয়সাল সিকদার ৭. মুন্না হোসেন ছাব্বির মোল্লা ৮. নজরুল ইসলাম সোহেল ৯. মো. নুরুজ্জামান খানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।