৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালে ১শ’ ৪২ মন জাটকা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১শ’ ৪২ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার কোস্টগার্ডের ২টি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করেন।

বরিশাল কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ ভোর রাত ৪ টার সময় বরিশাল কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম বন্দর থানাধীন লাহারহাট চ্যানেলের উত্তর পাড় থেকে একটি স্টিল বডি ট্রলারসহ ২২ মন জাটকা ইলিশ জব্দ করেন।

একই টিম পুনরায় সকাল ৯ টার সময় বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিল বডি ট্রলারে অভিযান চালিয়ে ১২০ মন জাটকা ইলিশ জব্দ করে। পরবর্তীতে দুপুর ১২টার সময় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস (ইলিশ), সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামতসহ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত জাটকা বরিশালের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় ও বস্তিবাসীদের মধ্যে বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ