২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

বাণী ডেস্ক।।
স্বাস্থ্যবিধি মেনে ৪ দিনের মধ্যে বরিশাল জেলায় ৩ লাখ ১৬ হাজার ৩৭১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল সিভিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।
তিনি জানান, প্রতি বছর সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হলেও এবার করোনা পরিস্থিতির কারণে ৪ দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারা। ক্যাম্পেইন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এবার বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫ টি ওয়ার্ডে ২ হাজার ৪০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং প্রতি উপজেলায় ১টি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ২ হাজার ৫০টি কেন্দ্রে ৪ হাজার ১শ’ জন স্বেচ্ছাসেবী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করবে। আগামীকাল ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

ক্যাম্পেইনে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৮২ হাজার ১৪৮ জন শিশু এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ২২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ড. মো. মনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ