১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণের গায়ে মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ মার্চ) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল।

অভিযান পরিচালনা করেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

পরে সুমী রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেয়াদাত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে মুদি, ফল ও ওষুধসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ