২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশালে ৬ জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে জুয়া খেলার সরঞ্জামসহ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সুত্রে জানা গেছে, বন্দর থানার চাঁদপুরা এলাকা থেকে বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৃত কলম শিকদারের বাড়ি থেকে ওই জুয়ারিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নগরীর চাঁদপুরা এলাকার মৃত কলম সিকদারের ছেলে মোঃ ইদ্রিস সিকদার (৪৫), মৃত আঃ রিশদ খানের ছেলে নয়ন খান (৩৫), বাকেরগঞ্জ থানার চরমদ্দি ইউনিয়নের চরামদি এলাকার মৃত হাবিবুর রহমান সিকদারের ছেলে মোঃ রাহাত সিকদার (৩৫), মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে আঃ জলিল হাওলাদর (৪৫), মোঃ আলাউদ্দিন খন্দকারের ছেলে মোঃ রাসেল খন্দকার (৩০), মৃত আলী আহম্মেদ হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার (৫০)।

এ ব্যাপারে বন্দর থানায় ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ