বাণী ডেস্ক।।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিকামনা করে বরিশাল নগরীর ত্রিশ ওয়ার্ডের শতাধিক মসজিদ-মাদ্রাসা, দশ উপজেলায় কয়েকশত মসজিদে জুম্মাবাদ দোয়া মোতাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি’র আয়োজনে নগরীর মুসলিম গোরস্তান জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাতে অংশ গ্রহন করেন- মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বিসিসি ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ, ১নং সদস্য সচিব এ্যাড, আলি হায়দার বাবুল, সাবেক বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান গোলাপ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য এ্যাড, সৈয়দ মাসুদ, মহানগর শ্রমিকদল সম্পাদক ফয়েজ আহমেদ খান, কৃষকদল যুগ্ম আহবায়ক আনোয়ার তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু, সাবেক মহানগর সাবেক যুবদল নেতা খন্দকার আবুল হোসেন লিমন, জেলা ছাত্রদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মতিউর রহমান মিঠু, সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিনসহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের সদস্যরা।
এসময় মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, আমাদের মহানগরীর ত্রিশটি ওয়ার্ডের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় নামাজ শেষে মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
অপরদিকে বরিশাল জেলার দশ উপজেলার কয়েকশত মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্য মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।