৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল ধানগবেষণা সড়কে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে চলছে বালু ভরাট

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: কোন ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই নগরীর রুপাতলী ধান গবেষণা সড়ক এলাকায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে পুকুর জলাশয় চলছে বালু ভরাটের মহোৎসব।অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে গত কয়েক দিন ধরে এ বালু ভরাট করছে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। খোজ নিয়ে জানাযায় ২৪ নং ওয়ার্ড এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ধান গবেষণা সহ রুপাতলী এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি পুরো বর্ষা মৌসুমে এলাকা পানির নিচে ডুবে থাকে। গেলো আলীগ সরকারের সময় ধান গবেষণা সড়ক ও রুপাতলী এলাকায় তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। এমনকি জলবদ্ধতা দুর করার জন্য কোন ড্রেনেজ নির্মাণ কাজ হয়নি।
ধান গবেষণা সড়কের বাসিন্দারা জানান বৃষ্টি মৌসুমে পুরো জলবদ্ধতার এলাকা জলবদ্ধতা থাকে। এতে করে সাবেক আলীগের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিটি এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ করে দেয়। এভাবে দীর্ঘ বছর বরিশাল সিটি করপোরেশন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ ছিলো। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পর স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর দেশে অন্তর্ভুক্তী সরকার গঠন হয়। স্থানীয়রা জানান দীর্ঘ বছর অত্র এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ ছিলো। কিন্তু গত ৫ আগষ্টের পর স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী ড্রেজার দিয়ে বালু ভরাট শুরু করে। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ হয়।
সূত্র জানান সিটি করপোরেশন আর আই সালাউদ্দিন কে ম্যানেজ করে কতিপয় বিএনপির দলীয় নেতাকর্মী ধান গবেষণা সড়কের জিয়া নগর এলাকায় কীর্তনখোলা নদীর পাশে ড্রেজার দিয়ে পাইপ স্থাপন করে বিভিন্ন বসত বাড়ীর পুকুর, ডোবা নালা বালু দিয়ে ভরাট চলছে।এভাবে বালু ভরাট চলতে থাকলে আগামী বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা চরম আকার ধারন করবে।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের রুপাতলী ২৪ নং এলাকার দায়িত্বরত আর আই মোঃ সালাউদ্দিন জানান, কেউ যদি অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট করে। তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ