১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল নগরীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ মোস্তাফা হাওলাদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক ইমেল বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

ওই বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে একটি টিম নগরীর কাউনিয়া থানাধীন চর আবদানী ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা মোস্তফাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, মাদক বিক্রেতা মোস্তফাকে গ্রেপ্তারের সময় তার সহযোগী সাইফুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোস্তফা ও পলাতক সাইফুলকে আসামি করে মামলা দায়ের করেছে।

সর্বশেষ