বাণী ডেস্ক।।
বরিশাল মহানগরীর সাগরদী আলিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় রাত সোয়া ১ টার দিকে কোতয়ালী থানাধীন সাগরদী আলিয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে।
তার নাম মোঃ তাওহীদ (১৯), পিতাঃ মোঃ সোলায়মান আকন, সাং- পূর্ব ছিটকি, থানাঃ কাঠালিয়া, জেলাঃ ঝালকাঠি।
তার কাছ থেকে ৬.৭ (ছয় কেজি সাতশত গ্রাম) গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহনগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।