২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

বরিশাল নগরীতে গরু চুরির হিড়িক, রাত জেগে পাহারা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীল রুপাতলী এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। প্রতিনিয়ত চুরি হচ্ছে লোকজনের গৃহপালিত গরু। সম্প্রতি ৭টি গরু চুরি হয়েছে। এতে করে গরু পালনকারী ও খামারীরা রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের গরু। স্থানীয় সূত্রে জানা গেছে, রুপাতলী এলাকার উকিল বাড়ী সড়কের বাসিন্দা মতলেব হাওলাদারের ২টি , খলিল মেম্বরের ১টি ও পাশ্ববর্তি বসুন্ধারা হাউজিংয়ের খামারি মনজুর ৪টি গরু চুরি হয়েছে। এ চোরের দল রাতে পিকআপ নিয়ে এসে গোয়াল থেকে গরু বের করে পিকআপে করে অল্প সময়ের মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যায়। বর্তমানে যারা গরু এবং গাভী পালন করে জীবিকা নির্বাহ করছেন তারা রাত জেগে তাদের গরু পাহারা দিচ্ছে এবং দুশ্চিন্তায় দিনাতিপাত করছে। একটি সংঘবদ্ধ দল গরু চুরির এ কাজ করে চলেছে। তাছাড়া গরুর বর্তমান দাম বেশি হওয়ায় চুরির তৎপরতাও বেড়ে গেছে। সূত্রটি আরো জানায় , রুপাতলীর একসময়ের চিহ্নিত চোর আমির আলী গরু চুরির দলনেতা হিসেবে কাজ করছে । আমির আলী বেশ কয়েক বছর চুরি ছেড়ে অন্য পেশায় যুক্ত ছিল । গত কয়েক মাস ধরে ফের পুরনো পেশায় জড়িয়ে পড়েছে । ফলে রুপাতলীর বিভিন্ন সড়কে গরুসহ বসতঘরে হানা দিয়ে মালামাল লুটে নিচ্ছে চোরচক্র । এর আগে ঐ এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনায় কারাভোগ করে ছিলো আমির আলী । উকিল বাড়ী সড়কের বাসিন্দা মতলেব হাওলাদার জানান, তিনি গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতেন। তার গাভীটি চুরি করে নেয়ায় তিনি এখন তার সংসার চালাতে পারছেন না। খলিল মেকার জানান, আমার ধারনা পিকআপে করে গরু চুরি করে নিয়েছে। থানা পুলিশের ভ্যান প্রতিনিয়ত টহল দিচ্ছে। এর ভিতরে চোররা গরু চুরি করে নিয়ে যাচ্ছে । কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নরুল ইসলাম জানান, গরু চুরির ঘটনাসমূহ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ