নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের ভাটারখাল এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে তিন নারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা মোঃ আলমগীর এর সাথে কথা কাটাকাটি হয় স্থানীয়দের সাথে। এনিয়ে গত বুধবার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায়,বেবী বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগ সুত্রে, স্থানীয় গন্যমান্য,ব্যক্তিদের নিয়ে সালিশ মিমাংসায় আপোশ হয়। আজ হঠাৎ করে, দুপুরে ফের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালায়। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক (৪) ঘটিকা সময়, লিমা, রুবি, আলমগীর, রুবেল, সুমন সহ অজ্ঞাতনামা ৮/১০ জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই এলাকার বাসিন্দা হেপি (২৫) ,রশ্মি (১৮) ও তানিয়া (৩০) উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আহতদের ডাক – চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ভর্তি করেন। বর্তমানে আহতরা শেবাচিম হাসপাতালের ৫ম তলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের শরীরে গুরতর আঘাত রয়েছে সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় আহতদের স্বজনরা।
