৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বরিশাল নগরীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর আবাসিক হোটেল থেকে জালাল উদ্দিন (৫০) নামের এক মাস্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর গির্জা মহল্লা রোডস্থ আরজু বোর্ডিং থেকে মরদেহটি উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে। তিনি ওই বোর্ডিংয়ে থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিক্রি করতেন।

আরজু বোর্ডিংয়ের স্টাফ মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন ওই হোটেলে ওঠেন। সোমবার সকালে তৃতীয় তলার রুম পরিষ্কার করতে গিয়ে পাশের রুম ১৮ নম্বরের জানালা দিয়ে ভেতরে তাকালে মরদেহ দেখতে পাই। এরপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই আশরাফুল আলম বলেন, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ