১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী না বলার আহবান জাতীয় নাগরিক কমিটির পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত পটুয়াখালীতে আনসার ভিডিপি জেলা সমাবেশ অনুষ্ঠিত এটিএম আজহারুল’র মুক্তির দাবীতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে স্মরণকালের বড় বিক্ষোভ মিছিল করলো জামায়াত বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহারিয়া রাঙাবালিতে অপারেশন ডেভিল হান্ট  কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক ডেভিল হান্ট অপারেশন: বাউফলে কৃষকলীগ নেতা গ্রেপ্তার বাউফলে জামায়াতের আমীরের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় সাধারন ডায়েরী বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বরিশাল প্রেসক্লাব নির্বাচনঃ সভাপতি এ্যাড. মন্টু – সম্পাদক কাজী মিরাজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নতুন সভাপতি এ্যাড. মুহা. ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। গতকাল বৃহস্পতিবার ভোট শেষে রাত পৌনে এগারোটায় ফলাফল ঘোষনা করা হয়। প্রেসক্লাবের কার্যকরি পরিষদের ১৭ পদধারী নির্বাচনে প্রতি বছর ডিসেম্বরে ভোট নেয়া হয়। ধারাবাহিকতায় এবারো ২৪ ডিসেম্বর ভোটের দিনক্ষন নির্ধারিন করা হয়। কিন্তু প্রেসক্লাবের সদস্য নয়, এমন দুই ব্যক্তির মামলার কারনে ভোট গ্রহন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। জ্যেষ্ঠ সাংবাদিক সদস্য ও প্রধান নির্বাচন কমিশনারসহ তার দুই সহযোদ্ধা নির্বাচ কমিশনারের ভোট নেয়ার জন্য কঠোরভাবে অবস্থান নেন। ভোট নেয়ার জন্য উচ্চাদালতের দ্বারস্থ হন তিনি। উচ্চাদালতের নির্দেশে অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের সিংহভাগ সদস্যদের কাংখিত ভোট।
এতে সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক এ্যাড. মুহা. ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী নাসিরউদ্দিন বাবুল পেয়েছেন ৩১ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত কাজী মিরাজ মাহমুদ পেয়েছেন ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী আল মামুন পেয়েছেন ৩১ ভোট। সহ-সভাপতি পদে এসএম জাকির হোসেন ৪৫ ও পুলক চ্যাটার্জি ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী গোপাল সরকার পেয়েছেন ২৬ ও সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী পেয়েছেন ৩৫ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোফাজ্জেল হোসেন। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মো. জাকির হোসেন পেয়েছেন ৩৩ ভোট। কোষাধাক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন মোশারেফ হোসেন। তার প্রাপ্ত ভোট ৩৯। প্রতিদ্বন্দ্বি জিয়া শাহীন পেয়েছেন ৩২ ভোট। পাঠাগার সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রুবেল খান। তার প্রাপ্ত ভোট ৪২। প্রতিদ্বন্দ্বি এম মিরাজ হোসাইন পেয়েছেন ২৯ ভোট। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী সুখেন্দ এদবর পেয়েছেন ৩৮ ভোট। প্রতিদ্বন্দ্বি আযাদ আলাউদ্দিন পেয়েছেন ৩১ ভোট। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত দেওয়ান মোহন পেয়েছেন ৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বি আরিফিন তুষার পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে বিজয়ী মো. নাসিরউদ্দিন পেয়েছেন ৪০ ভোট। প্রতিদ্বন্দ্বি এম লোকমান হোসেন পেয়েছেন ৩১ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন এ্যাড মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, নুরুল আলম ফরিদ, মো. মিজানুর রহমান, কেএম নয়ন, সৈয়দ দুলাল, সাগর বৈদ্য।

সর্বশেষ