বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বাবুগঞ্জে শুক্রবার রাতে মাধবপাশা বাজারের মুদি ও ডেকরেটর ব্যবসায়ী লোকমান হোসেন খোকন সিকদারকে (৪০) উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মাধবপাশা বাজারে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন খোকন সিকদার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের মোসলেম আলী সিকদারের ছেলে।
তিনি মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাধবপাশা বাজারের মুদি ও ডেকরেটর ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাহিদ বিন আলম জানান, লোকমান হোসেন খোকন সিকদার শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
‘নিহতের বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী, স্বজন বা স্থানীয় কেউ কিছুই বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।
নিহত খোকন সিকদারের ৩টি মেয়ে আছে। ছোট মেয়েটার বয়স মাত্র ৮ মাস। মাধবপাশা বাজারে মুদি এবং ডেকরেটর ব্যবসা ছিল তার। প্রতিদিন দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফিরতেন তিনি। গতরাতে তিনি বাড়ি ফেরার পথেই খুন হন।
এদিকে মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকন সিকদারের খুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।