১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশাল বিভাগে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জন করোনা আক্রান্ত ছিলেন

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তারা করোনা আক্রান্ত ছিলেন, এমনটি নিশ্চিত হওয়া যায়। এছাড়া ওই সময়ে নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তে সংখ্যা ৪ হাজার ৫০৭ এবং মৃত্যু বেড়ে ৯৪।

শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল অফিস সূত্র জানায়, সম্প্রতি উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশাল নগরীর কলেজ রোড এলাকার রণপ্রিয় দাস (৬৫), আলেকান্দা এলাকার লোকমান সিকদার (৬৫), বরিশালের মুলাদী উপজেলার হোসেন মৃধা (৭০), ঝালকাঠি জেলা সদরের আইনজীবী আনিস সিকদার (৬৫), বরগুনা জেলার আমতলী উজেলার মোজাম্মেল (৮৫) ও তালতলী উজেলার আলতাফ হোসেনের (৪৮) নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯৪ জন হলো।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৭৪ জন, ভোলায় ৪২২, পিরোজপুরে ৪৪৩, বরগুনায় ৪৪৩ এবং ঝালকাঠিতে ৩৭৬ জন রয়েছেন। বিপরিতে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৩ জন।

মারা যাওয়া ৯৪ জনের মধ্যে বরিশাল শহরসহ জেলায় ৩৬ জন, ঝালকাঠিতে ১২, পিরোজপুরে ৭, পটুয়াখালীতে ২৫, বরগুনায় ৯ ও ভোলায় ৫ জন আছেন।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ