১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল বিভাগে নতুন করে ১০০ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। আর সুস্থ হয়েছেন ৬৬০ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত বরিশাল জেলায় ৩৯ জন। পরবর্তীতে রয়েছে পটুয়াখালী জেলায় ২৬ জন, ভোলা জেলায় ২২ জন, বরগুনা জেলায় ৯ জন ও ঝালকাঠি জেলায় ৪ জন রয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন ১০০ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত একহাজার ৩৭৮ জন, পটুয়াখালীতে ৩১৪ জন, ভোলায় ২৩৬ জন, পিরোজপুরে ১৭৩ জন, বরগুনায় ১৮৭ জন ও ঝালকাঠিতে ১৯২ জন রয়েছেন।

সর্বশেষ