বাণী ডেস্ক।।
ঢাকা যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মজনু মিয়া।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি বরিশাল থেকে ঢাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব।
তিনি বলেন, মজনু মিয়া নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী সম্ভবত লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তিনি অসুস্থবোধ করলে সদরঘাটে দায়িত্বপ্রাপ্ত টহল টিমের সদস্যরা তাকে থানায় নিয়ে আসেন। সেখান থেকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী মজনু মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি।