২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ। একযুগ পর বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন- নেতাকর্মীদের ঢল তেঁতুল খেলে কি শরীরের রক্ত পানি হয়ে যায়? জানুন আসল ঘটনা যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা প্রেমের ফাঁদে ফেলে মাদ্রাসাছাত্রীকে পতিতালয়ে বিক্রি উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন সারা বিশ্বে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, উদ্বেগ সাইবার বিশেষজ্ঞদের আমি তো শাশুড়ি হয়ে গেছি: অভিনেত্রী শ্রাবন্তী সোমবার দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা সচিবালয় কর্মচারীদের জামায়াতের আমিরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘ*র্ষে আ*হ*ত ১৫

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য ও ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় সংঘর্ষ শেষে একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটে।

এর আগে সকাল থেকে ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বেলা ১১টায় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তায় নামতে গেলে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। পরে আন্দোলনকারীরা রাস্তায় নামতে গেলে সংঘাত শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

পরে পুলিশ ক্যাম্পাসের পার্শ্ববর্তী খয়রাবাদ ব্রিজে সরে গেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দখলে নেন শিক্ষার্থীরা। দুপুর ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি দলের সাহায্যে ক্যাম্পাস ত্যাগ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে আহত শিক্ষার্থীদের মধ্যে ৯ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যমূলক কোটাবিরোধী আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন মিষ্টু বলেন, ‘সারা বাংলাদেশ আজ দেখেছে কীভাবে পুলিশি বাধা উপেক্ষা করে রাস্তা দখলে নিতে হয়। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও কোনো জানমালের যাতে ক্ষয়ক্ষতি না হয়, সেদিক বিবেচনা করে আমরা হাত তুলে সারেন্ডার করে চলে যাই।’

সর্বশেষ