বাণী ডেস্ক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শোক র্যালির মধ্যো দিয়ে কর্মসূচি শুরু হয়৷ র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন,ডিন সমাজবিজ্ঞান অনুষদ মোঃ মহাসিন উদ্দিন,প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ খোরশেদ আলম,শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ,আবু জাফর মিয়া বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ,মোঃ আরিফ হোসেন,শারিরীক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রিফাত মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকতা-কর্মচারী, শিক্ষার্থীরা অংশগ্রহন করে৷
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালন করে উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বৃদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
পরবর্তিতে ধারাবাহিকভাবে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, শেরে বাংলা হল, বঙ্গবন্ধু হল,শেখ হাসিনা হল,বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি,বাধঁনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে এবং কেন্দ্রীয় মন্দিরে শহীদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।