বরিশাল বাণী: বরিশাল নগরীর উত্তর কাউনিয়া বিসিক সড়কে ‘বিশ্ব মারেফত মঞ্জিল’ এ বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এই ওরসে আজ (সোমবার) ছিল শেষ দিন। এ উপলক্ষে জিকির আজকার, মুর্শিদী ও দরবারী গান পরিবেশন, আগরবাতি মোমবাতি প্রজ্জলন, তবারক গ্রহণ সহ নানা কর্মসূচী পালিত হয়। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে প্রায় সহস্র মানুষ অংশ নেন। তাছাড়া আগত প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার প্রদান, মাস্ক প্রদান, প্রত্যেক ওয়াক্ত মেহমানী খাবার পরিবেশন করা হয়। কোন প্রকার ঝুট-ঝামেলা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে ওরসের কার্যক্রম সম্পন্ন হয়।
