৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হুন্ডিবাজদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিলে সৌদিআরব থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে ভোট বিপ্লবে চমক দেখাতে চান হাতি মার্কার মেয়র প্রার্থী আসাদুজ্জামান ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে পিতা পুত্রকে মারধর  পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে "সেনা নিকেতন" এর চাবি হস্তান্তর সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে যায়যায়দিন- ববি ভিসি উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে কুপিয়ে জখম  লম্পটের লালসার শিকার হয়ে এসএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা ।। বাউফলে কোস্ট গার্ডের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বরিশালে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মিয়াকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা পিরোজপুরের দুই ওসির বিরুদ্ধে ‘চিরকুট’ লিখে থানার পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যা

বরিশাল বোর্ডে পাস ও জিপিএ’তে এগিয়ে মেয়েরা

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি’তে পাসের হার ৮৯.৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন। সোমবার দুপুর দেড়টায় বরিশাল শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি বলেন, এবার পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯১.১৬ ভাগ। ছেলেদের পাসের হার ৮৭.৯৬ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ১৮৭ জন মেয়ে এবং ছেলে ৩ হাজার ৮৮১ জন।

এবার বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। এর মধ্যে ছেলে ৪০ হাজার ৪৩৫ জন এবং মেয়ে ৪৪ হাজার ৫৭৯ জন। পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ৯৪ হাজার ৮৭১ জন।

এদিকে পরীক্ষার ফল ঘোষণার পর স্কুল গুলোতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। ভালো ফলাফল করায় শিক্ষক এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সন্তানদের ভালো ফলাফলে খুশি অভিভাবকরাও। এই সাফল্যের কৃতিত্ব সন্তানদেরই দিয়েছেন তারা।

২০২১ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০.১৯ ভাগ এবং ২০২০ সালে ছিল ৭৯.৭০ ভাগ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ