২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশাল মহানগর জামায়াতের দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা স্মারক উন্মোচন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক —

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগ জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা নামক স্মারক উন্মোচন করা হয়েছে। ৫ই ফেব্রুয়ারী বুধবার বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।*

বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির প্রমুখ।

শহীদ পরিবারের সদস্য হিসেবে বক্তব্য দেন শহীদ তাওহীদুল ইসলামের পিতা আ. মান্নান, শহীদ আল আমিন রনীর শ্বশুর মো. কামাল হোসেন, শহীদ রাকিব এর পিতা মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করার কারনে জগদ্দল পাথরের মত চেপে থাকা স্বৈরাচারী হাসিনাকে দেশ ছাড়া করা গেছে। এটা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, এই ইতিহাস মুছে ফেলার অপচেস্টা করা হচ্ছে।

ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ইন্ডিয়া গেটে লিখে রাখা ইতিহাস দেখে আমার উজ্জীবিত হই। আগামী দিনে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতি করতে চাইলে আমাদের এই স্মারক বাধা হয়ে দাড়াবে। আমরা আহ্বান জানাই সরকার আরো বড় পরিসরে জুলাই আন্দোলনকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে।

আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে স্বাধীনতার আন্দোলন শুরু করছে, আমরা তাদের জীবনের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি। আজকের এই স্মারক প্রথম পর্যায়ে ২৫০০ পৃস্টার দশ খন্ডের স্মারক ৭১৭ জন শহীদের জীবন বৃত্তান্ত রয়েছে, ধাপে ধাপে জুলাই আন্দোলনের সকল শহীদদের জীবনী স্মরণিকায় সংযুক্ত করা হবে।

সর্বশেষ