স্টাফ রিপোর্টার:
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর অভিজাত রেস্তোরাঁ হটপ্লেটে এই অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান ও যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ নোমানী।
বক্তব্য রাখেন দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল বাণী’র সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, দৈনিক আজকের বরিশালের প্রধান নির্বাহী সম্পাদক এমআর প্রিন্স, বরিশাল বার্তার সম্পাদক কেএম শামছুদ্দোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের অঙ্গীকারের সম্পাদক মাহফুজুর রহমান সুজন, দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক এস আলাল, দৈনিক সুন্দরবনের সম্পাদক মুজিব ফয়সাল সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
