নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ০৭ মার্চ নগরীর প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন।
স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজ শিকদারের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ মো. মহাব্বতুল্লাহ, আতিক মাহমুদ বাবুল ও কাওছার হোসাইন। বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আয়শা আক্তার, মোর্শেদা খানম, কামরুন্নাহার, সৈয়দা আরজুমান্দ, রোজলিন বেপারী, সাদিয়া তুলি, খালেদা সুলতানা, শাহীনা লুনা, সাংস্কৃতিক শিক্ষক শিল্পী মো. নূরনবী, ধর্মীয় শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও র্যাফেল ড্রতে বিজয়ী ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
