নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাত ৯ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় কবিতা মঞ্জিল, লুৎফুর রহমান সড়ক, নতুল্লাবাদে এই জরুরী সভায় নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সদস্য ও দৈনিক দখিনের সময়’র যুগ্ম বার্তা সম্পাদক মামুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বরিশাল’র বার্তা সম্পাদক আমিনুল শাহীন।
এই জরুরী সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল মেডিকেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি খান আব্বাস, সহ সভাপতি আসাদুজ্জামান মুরাদ, যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, দপ্তর সম্পাদক কাজি জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক খলিফা মাইনুল এবং নির্বাহী সদস্য এম সাইফুল ইসলাম রাজু ।
এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম খালেদের শারিরীক সুস্থতার জন্য দোয়া করা হয়।