বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ৫ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তারা মারা যান।
এদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলার দুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) ভোর ৫টা ১০ মিনিটে এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৫) সোয়া ৫টায় মারা যান।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস.এম মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে ইদ্রিস হাওলাদারকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। অন্যদিকে মজিবর রহমান শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত মঙ্গলবার রাত ১০টায়।
তিনি বলেন, ওই দুইজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।