নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক। সোমবার (২০ নভেম্বর) তিনি তার প্রতিনিধির মাধ্যমে বরিশাল সদর ৫ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করান।
বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার।
এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানী ঢাকা-১৩ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তিনি বিগত সময়ে ওই আসনের এমপিও ছিলেন।
দাপুটে এই রাজনীতিবিদ এবার ঢাকার পাশাপাশি তার গ্রামের বাড়ি বরিশাল থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও বরিশাল সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে ইতিমধ্যে বর্তমান এমপি জাহিদ ফারুক শামীম, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকিরসহ অন্তত অর্ধডজন রাজনৈতিক মনোনয়ন ফর্ম তুলেছেন, তাদের কেউ কেউ তা ফিলাপ করে আবার জমাও করেছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, বরিশাল এবং রাজধানীর দুটি আসনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ থেকে জাহাঙ্গীর কবির নানক মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে তাকে ঢাকা বা বরিশালের একটি আসনে অংশগ্রহণের সবুজ সংকতে পেতে পারেন। সেক্ষেত্রে তিনি ঢাকা-১৩ আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
তবে ইতিপূর্বে একাধিকবার এমনও খবর ছড়িয়েছিল যে হেভিওয়েট আওয়ামী লীগ নেতা নানক বরিশালের রাজনীতিতে যুক্ত হচ্ছেন। এবং তিনিই বরিশাল সদর ৫ আসনে নৌকার প্রার্থী হবেন। এনিয়ে তখন পত্র-পত্রিকায় শিরোনাম হয়। কিন্তু নানক বরিশালে এসে রাজনীতিতে শুরু না করলেও ভেতরে ভেতরে স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলেন।
এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সবুজ সংকেত পেয়েই নানক বরিশাল সদর আসনের মনোনয়ন তুলেছেন। পাশাপাশি ঢাকা-১৩ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।
নানক ঘনিষ্ট একটি সূত্র জানায়, পছন্দের দুটি আসনের একটিতে নানককে প্রার্থী হিসেবে রাখতে পারে আওয়ামী লীগ। অবশ্য এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা শেখ হাসিনার হাতে। এখন প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত দেন সেটাই দেখার অধির আগ্রহে আছেন আপদামস্তক রাজনৈতিক জাহাঙ্গীর কবির নানক।’