নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরিশাল সদর উপজেলার ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বরিশাল জেলা (দক্ষিন) মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিক ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে মোঃ মনির হাওলাদারকে আহ্বায়ক ও সোহাগ আকনকে সদস্য সচিব করা হয়।
কমিটিরি অন্যান্য সদস্যরা হলেন- সৈয়দ হাবিবুর রহমান, ˇমোঃ এনামুল হক, মোঃ আঃ ছালাম হাওলাদার, মোঃ রনি হাওলাদার, মোঃ মামুন হাওলাদার,
মোঃ কবির হোসেন মল্লিক, মোঃ খলিলুর রহমান, মোঃ নুরুল ইসলাম লিটন ও মোঃ কবির শরীফকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
অন্যদিকে মোঃ হুমাউন কবির খান, মোঃ তোফাজ্জেল খান, মোঃ মামুন হোসেন, মোঃ সোহেল খান, মোঃ জাকির হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ সাইদুল মৃধা, মোঃ ফিরোজ ফরাজী, মোঃ মনির খান, মোঃ হাসানুল হক, মোঃ আনিসুর রহমান ও মোঃ মিজানুর রহমানকে সদস্য করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আগামী ৩০ দিনের মধ্যে উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।