সেলিম শিকদারঃ– দক্ষিণ জনপদের বৃহত্তর বরিশাল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন মুহম্মদ আলতাফ হোসেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার আজীবন সভপতি ।
দেশের সাংবাদিকতা জগতের প্রবীণ ব্যক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন। ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৪৬ বছরে তিনি দৈনিক আজাদ, দৈনিক গণকন্ঠ, দৈনিক সংগ্রাম, দৈনিক জনতা, দৈনিক ইনকিলাব পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রেডিও বাংলাদেশের বাংলা সংবাদ বিভাগে দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি বেতার কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখে বিপুল সুনাম কুড়িয়েছেন। এক সময় তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন। নজরুল একাডেমীসহ বিভিন্ন সংস্থার আজীবন সদস্য ছাড়াও বহু সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত। তিনি দেশে সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি। ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারী তার উদ্যোগে গঠিত হয় এই সংগঠন। তিনি বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-বিএনএস’র চেয়ারম্যান ও এফএনএস’ প্রধান সম্পাদক।
২০১৬ সালের ২রা জানুয়ারি রাজধানী ঢাকার তোপখানা সড়কে জাতীয় শিশুকল্যাণ পরিষদ ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে তিনি সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয সাংবাদিক সংস্থার আজীবন সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রতিভাবান মহান এই গুণিজনের হাত ধরে রাজধানী ঢাকা ও মহানগর সহ দেশের প্রতিটি জেলা উপজেলা ও থানা অঞ্চলে সাংবাদিকতার এই মহান পেশায় হাতেখড়ি গ্রহন করেছেন অসংখ্য সাংবাদিক এবং গোড়েতোলা হয়েছে সাংবাদিকদের অধিকার আদায়ের অতিপুরাতন অরাজনৈতিক একটি সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার শাখা কমিটি ।