চট্টগ্রাম বাঁশখালীর গণ্ডামারায় ধান কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, মো. শাহ আলম (৬০), মো. আবু সালাম (৩৫) ও আব্দুল আলিম (১৪)।
স্থানীয়রা জানান, কৃষি জমি নিয়ে হোসেন মাঝি ও মো. শাহ আলমের সঙ্গে বিরোধ ছিল। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এ বিরোধ সমাধান করলে মো. শাহ আলম জায়গাটি পায়। চেয়ারম্যানের আদেশে জমিতে চাষাবাদ করে শাহ আলম। শনিবার সকালে ধান কাটতে গেলে হোসেন মাঝি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়দের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তিনজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।