২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হয়েছেন ফিরোজা পারভীন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হয়েছেন কবি ফিরোজা পারভীন। গত ১৪ নভেম্বর বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে,আপনার রচিত গান বেতারের যে কোন কেন্দ্র থেকে প্রচারের জন্য নির্ধারিত ফরম বাবে-৬৫ অনুযায়ী সম্পাদিত তিন কপি চুক্তিপত্র এ সাথে প্রেরণ করা হলো।

গীতিকার হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বেতার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফিরোজা পারভীন। তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে একজন ‘গীতিকার’ হিসেবে বাংলাদেশ বেতারে কাজ করার আনুষ্ঠানিক সুযোগ চলে এলো। বাংলাদেশ বেতারের সংগীত বিভাগ তথা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি সকলের দোয়াপ্রার্থী।

ফিরোজা পারভীন ১৯৭৩ সালের ৩০ অক্টোবর পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার নিজের পরিচয়ের পাশা পাশি আরও একটি পরিচয় আছে। বর্তমান সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এর সহধর্মিণী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ