বাংলায় আমি জন্মেছি
—-গোলাপ মাহমুদ সৌরভ
বাংলায় যখন কথা বলি
গর্বে ভরে যায় বুক,
ইচ্ছে করে বারবার দেখি
বাংলা মায়ের মুখ।
বাংলা এতো মধুর লাগে
খুঁজে পাই যে সুখ,
বাংলায় আমি হারিয়ে যাই
তাকিয়ে থাকে চোখ।
এই বাংলায় আমি জন্মেছি
পেয়েছি আমি পূর্ণতা,
বাংলা ছাড়া পাইনা শান্তি
মনের মাঝে শূন্যতা।
বাংলা ভাষা মায়ের ভাষা
ডাকলে মধুর লাগে,
বাংলা মায়ের রূপ দেখিতে
কতোই না ইচ্ছে জাগে।
গোলাপ মাহমুদ সৌরভ
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া