১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

“বাইডেন” — সোহেল সানি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জো বাইডেন
মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট,
জয় তোমার বর্ণহীন
অস্বস্তি রুখে বিশ্বজনীন।
যুদ্ধ নয়, সাম্য চায়
মরে মরে আর বাঁচতে নয়।
শান্তিকামী বিশ্ববাসী
বন্ধ চায় মহাজনি
ধর্ম নিয়ে হানাহানি।
তোমার তরে- স্বপ্ন দেখে
মার্কিনীরা প্রহর গুনে,
মানবপ্রেমে উজাড় করে
স্রষ্টা তোমার সঙ্গী-স্বাধীন।
তুমি ভুলে যাও
রুজভেল্ট-ট্রুম্যান-নিক্সন হিংসা-প্রীতি
ভুলিয়ে দাও বুশ-বুশ-বেহুশ ট্রাম্প যুদ্ধনীতি।
তোমার পাথেয় হোক
চিরভাস্বর-
জর্জ ওয়াশিংটন।
তোমার পদতলে সপে দেবে-
তবে লাখো-কোটি প্রণাম।

কবিঃ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

সর্বশেষ