জো বাইডেন
মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট,
জয় তোমার বর্ণহীন
অস্বস্তি রুখে বিশ্বজনীন।
যুদ্ধ নয়, সাম্য চায়
মরে মরে আর বাঁচতে নয়।
শান্তিকামী বিশ্ববাসী
বন্ধ চায় মহাজনি
ধর্ম নিয়ে হানাহানি।
তোমার তরে- স্বপ্ন দেখে
মার্কিনীরা প্রহর গুনে,
মানবপ্রেমে উজাড় করে
স্রষ্টা তোমার সঙ্গী-স্বাধীন।
তুমি ভুলে যাও
রুজভেল্ট-ট্রুম্যান-নিক্সন হিংসা-প্রীতি
ভুলিয়ে দাও বুশ-বুশ-বেহুশ ট্রাম্প যুদ্ধনীতি।
তোমার পাথেয় হোক
চিরভাস্বর-
জর্জ ওয়াশিংটন।
তোমার পদতলে সপে দেবে-
তবে লাখো-কোটি প্রণাম।
কবিঃ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট