২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেলাওয়ার হোসাইন সাঈদীকে দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল আ.লীগ : মাসুদ সাঈদী মাত্র ৮ মাসেই হেফজ সম্পন্ন করে সাড়া ফেললো নাজিরপুরের শিশু নাফিউল আমতলীতে বিদ্যালয়ের নামাজ কক্ষে শিক্ষক দম্পতির সংসার! গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কারে ছাত্ররা বাকেরগঞ্জে বিষ দিয়ে মাছ মেরে ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা ।। ক্ষতিপূরণ পাবে পরিবার, ববি শিক্ষার্থী মাইশার নামে হচ্ছে ফুটওভার ব্রিজ মনপুরায় জাতীয় সমবায় দিবস পালিত উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত।  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২০ দিনে ৫৯৬ জেলের কারাদণ্ড

বাউফলে এক রাতে ৫ বাড়ীতে চুরি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এক রাতে পাঁচ বাড়ীর নয়টি ঘরে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা মোসাঃ নার্গিস বেগম।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে একটি সংঘব্ধ চোর চক্র ধানদী গ্রামে হানা দেয়। এ সময়ে সিঁধ কেটে ঘরে ঢুকে আরজ আলী হাওলাদার বাড়ীর কামাল হাওলাদার, নূরুল হক হাওলাদার, হাসান হাওলাদার, হালিম হাওলাদার, সোবাহান হাওলাদার ও বাবুচী বাড়ীর নূরুল হক , তালুকদার বাড়ীর জালাল তালুকদার , মৃধার বাড়ীর ফারুক মৃধা এবং মাতুব্বর বাড়ীর রানী মাতুব্বরের ঘরে প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ন অলংকার নিয়ে যায়। এসব ঘটনায় থানায় অভিযোগ করবেন জানিয়েছেন ভূক্তভোগী কয়েকজন।
ধানদী বাজারের কয়েকজন দোকান মালিক জানান, আজ বৃহস্পতিবার সকালে ধানদী বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বক্স ও কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়। সম্প্রতি এসব এলাকায় অহরহ চুরির ঘটনা ঘটলেও তা রোধে কারোরই কোন উদ্দ্যোগ নেই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(তদন্ত) আল মামুন বলেন, চুরি’র ঘটনা আমাকে কেউ অবহিত করেন নাই। এখনই পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।

সর্বশেষ