৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বাউফলে ওসি-চিকিৎসকসহ ৩ জনের করোনা পজেটিভ

বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানসহ ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আখতারুজ্জামান বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়- বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, বাউফল হাসপাতালের দন্ত চিকিৎসক রাশেদুল হক ও গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার রতন কুমার মজুমদারের করোনা পজেটিভ। এ নিয়ে বাউফলে মোট আক্রান্তের সংখ্যা ৯১ জন। মারা গেছে ৭ জন। সুস্থ হয়েছেন ৩৯ জন। অন্যান্যরা উপজেলার বিভিন্ন আইসোলসনে চিকিৎসাধীন আছেন।

এদিকে বাউফলে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। অধিকাংশ লোকজনই মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ