২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নানা কর্মসূচি ঝালকাঠির ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, কারাগারে চালক পটুয়াখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশালে রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে উত্তাপ মঠবাড়িয়ার অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব : অপহরণকারী যুবক গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমতলীতে ১৩৮টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ পায়রা নদীর ভাঙ্গন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন কলাপাড়ায় জেলেদের চাল নিয়ে ইউপি মেম্বারদের চালবাজি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশকে ঘুস দিতে গিয়ে বিপাকে অটোচালক, ভিডিও ভাইরাল

বাউফলে কুকুরের মাতৃত্বদানে বেড়ে উঠছে বিড়াল ছানা!

মো: তোফায়েল ইসলাম মিশু, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :: কুকুর বিড়ালের শত্রু জানতাম কিন্তু প্রকৃতির নিয়ম ভেঙ্গে কুকুর যে বিড়ালকে মাতৃত্বের স্নেহ দিতে পারে তা হয়ত জানা নেই অনেকের।

দেখা গেছে রীতিমত একটি বিড়াল ছানাকে মাতৃ ছায়ায় লালন করছে একটি পোষা কুকুর। আর এই পোষা কুকুরটির দুধ পান করে বিড়াল ছানাটির বেড়ে ওঠার এমন বিরল দৃশ্যটি দেখা গেছে পটুয়াখালীর বাউফল উপজেলার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি চায়ের দোকানের পাশে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গতকাল রাত ১২টার দিকে হাসপাতালের সামনে ছোট্ট চায়ের দোকানের পাশে একটি পোষা কুকুর একটি বিড়াল ছানাকে দুগ্ধ পান করাচ্ছে। প্রতি মুহুর্তে মায়ের মমতায় আগলে রেখে একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে কুকুরটি। বিড়াল ছানাটিও বেওয়ারিশ। সন্ধান নেই মা বিড়ালটির। রীতিমত কুকুরটির দুধ পান করেই বেড়ে উঠেছে ছানাটি। আর কুকুরটিও মায়া-মমতা সবকিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে বিড়াল ছানাটিকে। ছানাটিও অনায়াসে জনসম্মুখে দুধ পান করছে। পোষা কুকুরটির মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক লাগোয়া চায়ের দোকানি আশরাফ হোসেন।

আশরাফ হোসেন জানান, কুকুরটি চারটি বাচ্চা প্রসব করলেও কয়েক দিনের মাথায় একে একে মারা যায় সবকয়টি বাচ্চা। একা হয়ে পড়ে মা কুকুরটি। তবে বাচ্চাগুলো মারা যাওয়ার কয়েক দিন পরেই বেওয়ারিশ ছোট্ট এক বিড়াল ছানা এসে মিলতে থাকে কুকুরটির সঙ্গে। কুকুরটিও রীতিমতো তার বাচ্চাদের হারানোর কষ্ট ভুলে বিড়াল ছানাটিকে মায়ের মমতায় দুধ পান করায়। কুকুরটির দুধ পানেই এখন বেশ বড় হয়ে উঠছে বিড়াল ছানাটি। সারাদিন একসাথে এদিক ওদিক ঘুরাফেরা করলেও রাত হলেই দোকানের পাশে এসে থাকে বিড়াল ছানাটি। কুকুরটিও চলে আসে বাচ্চাটির কাছে। প্রতিনিয়ত উৎসুক মানুষ অবাক বিষ্ময়ে দেখছে এ দৃশ্য।

উপজেলার সেভ দি বার্ড এন্ড বি এর পরিচালক এম এ বশার জানান,‘প্রকৃতির খেয়ালি বিবর্তনের সাথে সাথে জীবজন্তুরও আচরণ পরিবর্তন হচ্ছে। আশ্রয়ের প্রয়োজনে মাঝে মাঝে পশু পাখির মধ্যে এমন বিরল আচরণ ঘটতে পারে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ