৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বাউফলে খাস জমি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারের খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ওই বাজারের কাঠ ব্যবসায়ী নিজাম কাজী এই পাকা ভবন নির্মাণ করেছেন।
কনকদিয়া বাজারের পূর্ব পাশে একটি স্ব-মিলের কাছে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের দেড় শতাংশ জমি দখল করে কাঠ ব্যবসায়ী নিজাম কাজী পাকা ভবন নির্মাণ করছেন। ইতি মধ্যে ওই ভবনের ইটের গাঁথুনি শেষ করা হয়েছে। ছাদ ঢালাইর জন্য রড বাধার কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ছাদ ঢালাই দেয়া হবে। সামনে বালু স্তুপ করে রাখা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিজাম কাজী ঘটনাস্থল থেকে গা ডাকা দেন। এরপর বক্তব্য নিতে তার মোবাইল ফোনে একাধিক বার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী বলেন,‘ নিজাম কাজীকে খাস জমিতে ভবন না করার জন্য নিষেধ করা হয়েছে। তার পরে তিনি কি ভাবে ভবন নির্মাণ করছেন ? আমি বিষয়টি দেখছি।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ