কামরুল হাসান, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১ টায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্দ্যোগে পৌরসভার আট নম্বর ওয়ার্ডস্থ বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবন কাম দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার। পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি লিয়াকত হোসেন খান ও সাবেক প্রচার সম্পাদক অলিউল মজিদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ঝুরন ও রিয়াজ মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খান মোক্তাদির সিজার ও রিপন, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ ফয়সাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌসিফুর রহমান রাফা, যুগ্ম আহবায়ক মারজান বিন জাহাঙ্গীর প্রমুখ।
০৭/১১/২১
